বিনিয়োগ বিমুখী ট্যাক্সেশন পদ্ধতির পরিবর্তন করতে হবে : মোহাম্মদ হাতেম

Looks like you've blocked notifications!
এনটিভির কেমন বাজেট চাই অনুষ্ঠানে বিকেএমইয়ের নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। ছবি : এনটিভি

বিকেএমইয়ের নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, সারা বিশ্বের অর্থনীতির মন্দাভাব যাচ্ছে। অর্থনীতির যত প্রতিকূলতা রয়েছে, সব রকমের প্রতিকূলতা এক বছরে মোকাবিলা করতে হচ্ছে। বাংলাদেশের ট্যাক্সেশন পদ্ধতিটা হলো বিনিয়োগ বিমুখী। এই পদ্ধতির পরিবর্তন আনতে হবে।

আজ শনিবার (২৭ মে) দেশের জনপ্রিয় ও দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে ‘কেমন বাজেট চাই' বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে মোহাম্মদ হাতেম এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ে এনটিভির স্টুডিওতে চলছে এই অনুষ্ঠান।

মোহাম্মদ হাতেম বলেন, ‘আন্তর্জাতিক বাজারে মন্দাভাবের কারণে অর্ডার কমে যাচ্ছে। এতে করে আর্ন্তজাতিক বাজারে সেল (বিক্রি) কমে যাওয়ায় ব্যাংক লোন সুযোগ কমিয়ে দিচ্ছে। ডলার সংকটের কারণে এলসি খোলা যাচ্ছে না, যা অর্ডার দিচ্ছি, তা আনতে পারছি না। গত মাসে আমাদের ১৫ ভাগ গ্রোথ কম হয়েছে।’  

বিকেএমইয়ের নির্বাহী সভাপতি বলেন, ‘আমাদের বড় সমস্যা হলো, রিফান্ড করার সুযোগ নেই। সামনের দিনগুলোতেও গ্রোথ আরও কমে আসবে।  ব্যাবসায়ীদের কাছ থেকে একভাগ এআইটি নেওয়া হচ্ছে। এতে করে করপোরেট ট্যাক্স আর ১২ ভাগ থাকছে না। আমরা  আগে বলতাম লাভ হচ্ছে না, আর এখন চলমান পরিস্থিতিতে বলছি—লোকসান কম হচ্ছে। তাই এআইটি একভাগ বাদ দিতে হবে। এটি কমিয়ে শূণ্য দশমিক ২৫ শতাংশ কমাতে হবে। বাংলাদেশের ট্যাক্সেশন পদ্ধতিটা হলো বিনিয়োগ বিমুখী। তাই ট্যাক্সেশন পদ্ধতিটার পরিবর্তন করতে হবে।’