মদে ভ্যাট কমানোর দাবি টুরিজম অ্যাসোসিয়শনের খবির উদ্দিনের

Looks like you've blocked notifications!
এনটিভির কেমন বাজেট চাই অনুষ্ঠানে টুরিজম রিসোর্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়শনের সভাপতি খবির উদ্দিন। ছবি : এনটিভি

টুরিজম রিসোর্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি খবির উদ্দিন আহমেদ বলেছেন, দেশি-বিদেশি মদের প্রচুর ভ্যাট ও সম্পূরক ট্যাক্স। এই ভ্যাট ও সম্পূরক ট্যাক্স কমাতে হবে। আজ শনিবার (২৭ মে) দেশের জনপ্রিয় ও দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে ‘কেমন বাজেট চাই' বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

খবির উদ্দিন বলেন, ‘কেমন বাজেট চাই বললে বলব—ব্যবসা বান্ধব বাজেট চাই।’ তিনি বলেন, ‘আমরা আমাদের সেক্টরে বেশি ভাড়া নিই, কারণ প্রতিবছর আমাদের ৫০ শতাংশ ভ্যাট দিতে হয়। এটা কমাতে হবে, কিন্তু কমানো হচ্ছে না।’

এনটিভির হেড অব নিউজ জহিরুল আলমের সঞ্চালনায় বাজেট নিয়ে মতামত ও বিশ্লেষণ তুলে ধরার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নানান প্রশ্নের জবাব দেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান ও বিকেএমইয়ের নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।