মে মাসে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৫ কোটি ৪৬ লাখ ডলার

Looks like you've blocked notifications!
মার্কিন ডলারের ফাইল ছবি রয়টার্সের

দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। বিদেশে থাকা বাংলাদেশিরা চলতি মে মাসের প্রথম ২৬ দিনে ব্যাংকিং চ্যানেলে ১৪১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। এর মানে দাঁড়ায় প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে পাঁচ কোটি ৪৫ লাখ ৯৪ হাজার ২৩০ ডলার করে।

আজ রোববার (২৮ মে) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী, চলতি মাসের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৪১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৮ টাকা হিসাবে) এই অর্থের পরিমাণ ১৫ হাজার ৩৩০ কোটি ছয় লাখ টাকা। এর মধ্যে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৮৫ লাখ ডলার। দুটি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে চার কোটি ৭০ লাখ ডলার, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ১১১ কোটি ৮১ লাখ ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৫৭ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের অনুমান, রেমিট্যান্স প্রবাহের এই ধারা অব্যাহত থাকলে চলতি মে মাস শেষে রেমিট্যান্স দাঁড়াবে ১৬৯ কোটি ২৫ লাখ ডলারে। গেল মাসে রেমিট্যান্স এসেছিল ১৬৮ কোটি ৩৫ লাখ ডলার। এই মাসে রেমিট্যান্স প্রবাহ বাড়লেও তা গত বছরের একই সময়ের তুলনায় কম। আগের বছরের মে মাসে রেমিট্যান্স এসেছিল ২০১ কোটি ডলার।

চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) টানা দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসেছিল দেশে। কিন্তু, সেপ্টেম্বর থেকে টানা ছয় মাস দেড় বিলিয়ন ডলারের ঘরেই থেমে যায় রেমিট্যান্স আসার প্রবাহ। চলতি অর্থবছরের প্রথম মাসে (জুলাই) এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার, আগস্টে এসেছিল ২০৩ কোটি ৬৯ লাখ ডলার, সেপ্টেম্বরে এসেছিল ১৫৩ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার, অক্টোবরে ১৫২ কোটি ৫৫ লাখ ডলার, নভেম্বরে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার, ডিসেম্বরে ১৬৯ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার, জানুয়ারি মাসে আসে ১৯৫ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ১২ লাখ ডলারের রেমিট্যান্স আর স্বাধীনতার মাস মার্চে এসেছে ২০১ কোটি ৭৬ লাখ ডলারের রেমিট্যান্স। আর সর্বশেষ এপ্রিল মাসে এসেছিল ১৬৮ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ডলারের রেমিট্যান্স।