ডলারের বিপরীতে কমলো টাকার মান

Looks like you've blocked notifications!

দেশের বাজারে ডলার সংকটের মধ্যে কমেছে টাকার দাম। আজ বৃহস্পতিবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। 

সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তব্যাংক লেনদেনে ডলারের দাম বেড়ে ১০৯ টাকায় উঠেছে। দেশের ইতিহাসে ডলারের এই বিনিময় হার এযাবতকালের সর্বোচ্চ মূল্য। এর আগে চলতি বছরের মে মাসে ১০৮ টাকা ৭৫ পয়সায় উঠেছিল। 

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, সোমবার ব্যাংকগুলো নিজেদের মধ্যে ডলারের লেনদেন করেছে ১০৮ টাকা ৩ পয়সা থেকে ১০৯ টাকায়। এক বছর আগে আন্তব্যাংক লেনদেনে ডলারের দাম ছিল ৯২ টাকা ৮০ পয়সা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার দাম কমেছে ১৪ দশমিক ৮৬ শতাংশ বা ১৬ টাকা ২০ পয়সা।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি জুন মাসে প্রায় প্রতিটি কার্যদিবসেই আন্তব্যাংক লেনদেনে ডলারের বিনিময় হার বেড়েছে। গত ১ জুন প্রতি ডলারের দাম ছিল ১০৮ টাকা।

এদিকে, আজ বৃহস্পতিবার(১৫ জুন) কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ এক ডলার কিনতে গ্রাহক‌দের গুণ‌তে হয়েছে ১১১ টাকা ৭০ পয়সা। আর বিক্রি করে পেয়েছেন ১১১ টাকা ৩০ পয়সা।