রপ্তানি আয়ে ডলারের দাম বাড়ল ৫০ পয়সা

Looks like you've blocked notifications!
মার্কিন ডলারের ছবি এএফপির

রপ্তানি আয়ে ডলারের দাম ফের বাড়ানো হয়েছে। এবার রপ্তানি আয়ে ডলারের দাম ৫০ পয়সা বাড়ানো হয়েছে। তবে, প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। রপ্তানি আয়ে ডলারের দাম পরবর্তী কর্মদিবস থেকে কার্যকর হবে।

আজ সোমবার (২৬ জুন) বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে জড়িত ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) বৈঠকে এসব সিদ্ধান্ত  হয়েছে।

বাফেদার এই সিদ্ধান্তের কারণে রপ্তানিকারকরা প্রতি ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রায় পাবেন ১০৭ টাকা ৫০ পয়সা। প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের বিপরীতে পাবে আগেরটা অর্থাৎ ১০৮ টাকা ৫০ পয়সা। এ ছাড়া আন্তঃব্যাংক দর হবে সর্বোচ্চ ১০৯ টাকা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত বছরের মার্চ থেকে দেশে ডলার সংকট প্রকট আকার ধারণ করে। এ সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু, এতে সংকট আরও বেড়ে যায়। পরে, গত সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়। এ দায়িত্ব দেওয়া হয় এবিবি ও বাফেদার ওপর।

এরপর থেকে এ দুই সংগঠন মিলে রপ্তানি, প্রবাসী আয় ও আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে ডলারের দাম নির্ধারণ করে আসছে। মূলত, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত কার্যকর করছে এ দুই সংগঠন।