দেশের প্রকৃত রিজার্ভ ২৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার

Looks like you've blocked notifications!
ছবি : এএফপি

বাংলাদেশ ব্যাংকের প্রকৃত রিজার্ভ এখন ২ হাজার ৩৫৬ কোটি ডলার বা ২৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংক তাদের সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ এতদিন ধরে দেশের রিজার্ভের পরিমান ২ হাজার ৯৯৭ কোটি ডলার বা ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার আছে বলে জানিয়ে আসছিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশ ব্যাংকের এ তথ্য কখনোই মেনে নেয়নি। শেষ পর্যন্ত আইএমএফ’র শর্ত মেনে বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রকৃত তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকৃত রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার মজুত হিসাব করতে ৬৪০ কোটি ডলার বাদ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইএমএফের শর্ত ছিল, রিজার্ভ থেকে গঠন করা রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ বাদ দিতে হবে। এ ছাড়া প্রকৃত রিজার্ভের হিসাব করতে রিজার্ভের অর্থে গঠন করা লং টার্ম ফান্ড (এলটিএফ) ও গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ), বাংলাদেশ বিমানকে উড়োজাহাজ কিনতে সোনালী ব্যাংককে রিজার্ভ থেকে দেওয়া অর্থ এবং পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের খনন কর্মসূচিতে রিজার্ভ থেকে দেওয়া অর্থ বাদ দিতে হবে। প্রকৃত রিজার্ভ হিসাব করতে বাংলাদেশ ব্যাংক এসব খাতের মোট ৬৪০ কোটি ডলার বাদ দিয়েছে।