ওয়েস্টিন ও শেরাটনের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি
দ্য ওয়েস্টিন ঢাকা এবং দ্য শেরাটন ঢাকার সঙ্গে একটি এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। দ্য ওয়েস্টিন ঢাকা ও দ্য শেরাটন ঢাকা হলো ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির সবচেয়ে নামকরা দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান।
এই চুক্তির ফলে এখন থেকে কোম্পানি দুটির কর্মকর্তারা স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লোন সুবিধা, ডিপিএস, এফডি ও ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং প্রপোজিশনের আরও অনেক সুযোগ-সুবিধাসহ স্বাচ্ছন্দ্যময় ও আনন্দদায়ক ব্যাংকিং অভিজ্ঞতা উপভোগ করবেন।
সোমবার (১১ জুলাই) ওয়েস্টিন ঢাকাতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং দ্য ওয়েস্টিন ঢাকা ও দ্য শেরাটন ঢাকার মালিকানাধীন কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মো. শাখাওয়াত হোসেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দ্য ওয়েস্টিন ঢাকা ও দ্য শেরাটন ঢাকা থেকে আরও উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার স্টিফেন ম্যাসে; এক্সিকিউটিভ সেফ হাসান কাউবাইসি; ডিরেক্টর, ফাইন্যান্স সুব্রত সরকার ও ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ।
ব্র্যাক ব্যাংক থেকে উপস্থিত ছিলেন হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক, হেড অব প্রিমিয়াম ব্যাংকিং আবু সায়েম আনসারী, ক্লাস্টার ম্যানেজার বোরহান উদ্দিন এবং হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল ইসলাম-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।