লভ্যাংশ পাঠিয়েছে প্রিমিয়ার ব্যাংক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/07/22/primiyyaar-byaank.jpg)
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ঘোষিত সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে সাত শতাংশ স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। আজ শনিবার (২২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য মোট ২০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ব্যাংকটির পর্ষদ। যা এরই মধ্যে শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ৪২ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল দুই টাকা ৮৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২১ টাকা ৬৪ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৯ টাকা ৪৯ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
সর্বশেষ রেটিং অনুসারে, প্রিমিয়ার ব্যাংকের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ত্রিপল এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’। ব্যাংকটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং প্রকাশের দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট সাড়ে ২২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল প্রিমিয়ার ব্যাংক। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। এর আগে ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল প্রিমিয়ার ব্যাংক। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে সাত শতাংশ স্টক লভ্যাংশ। এর আগের হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। এর মধ্যে পাঁচ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ স্টক। ২০১৮ হিসাব বছরে ব্যাংকটি ১৫ দশমিক পাঁচ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল। এছাড়া, ২০১৭ হিসাব বছরে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে প্রিমিয়ার ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৬৪ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৯ পয়সা।