উপায় অ্যাপে বিল পরিশোধ করতে পারবেন পল্লী বিদ্যুতের পোস্ট-পেইড গ্রাহকরা

Looks like you've blocked notifications!

দেশের দ্রুত বর্ধণশীল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায়-এর সঙ্গে সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছে টেলিটক বাংলাদেশ লিমিটেড। উপায়ের চিফ কমার্শিয়াল অফিসার জিয়াউর রহমান এবং টেলিটকের এর অতিরিক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ জামাল উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। উপায় ও বিপিডিবির মধ্যে প্রয়োজনীয় কারিগরী সংযোগ স্থাপন শেষে দ্রুততম সময়ের মধ্যেই সেবাটি চালু করা হবে। 

এ চুক্তির ফলে পল্লী বিদ্যুতের সম্মানিত পোস্ট পেইড গ্রাহকগণ উপায় কাস্টমার

অ্যাপ ব্যবহার করে বিল প্রদান করতে পারবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে উপায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের অতিরিক্ত মহাব্যবস্থাপক মো. সাইফুর রহমান খান, উপমহাব্যবস্থাপক মো. আব্দুল

মোহাইমেন এবং উপায় থেকে চিফ বিজনেস অফিসার ইমন কল্যাণ দত্ত, হেড অব গভমেন্ট সেলস হাসান মো. জাহিদ ও ডিজিএম-গভমেন্ট সেলস মোহাম্মদ

মকবুল হোসেন।

২০২১ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। বর্তমানে উপায় বিস্তৃত পরিসরে এমএফএস সেবা প্রদান করছে ইউএসএসডি এবং মোবাইল অ্যাপ উভয়ের মাধ্যমে। উপায় এর মাধ্যমে গ্রাহকরা সব ধরনের আর্থিক লেনদেন যেমন: ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট, রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানের ফি, মোবাইল রিচার্জ ছাড়াও সেতুর টোল প্রদান, ট্রাফিক ফাইন পেমেন্ট এবং ভারতীয় ভিসা ফি পেমেন্টের মতো সেবা গ্রহণ করতে পারছেন।