বেড়েছে ডিম-মুরগির দাম, সবজিতেও নেই স্বস্তি  

Looks like you've blocked notifications!
রাজধানীর বিভিন্ন বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে ডিম, মুরগি ও সবজি। ছবি : ফোকাস বাংলা

বাজারে প্রতিদিনই বাড়ছে বিভিন্ন পণ্যের দাম। দামবৃদ্ধির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে নিত্যপণ্য। ইতোমধ্যে বাজারে ডিম ও মুরগির দাম বেড়েছে এবং সবজি চড়া দামেই বিক্রি হচ্ছে।

আজ শুক্রবার (৪ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজার, শনির আখড়া, মিরপুর, যাত্রাবাড়ী, মুগদা, খিলগাঁও, রামপুরা, শান্তিনগরসহ বিভিন্ন এলাকার বাজারে গিয়ে দেখা গেছে বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম ও মুরগি।

কারওয়ানবাজারে দেখা গেছে, হাঁসের ডিমের হালি বিক্রি হচ্ছে ৭০ টাকা ও ডজন ২১০ টাকায়। দেশি মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৮০ টাকা এবং ডজন ২৪০ টাকা। এ ছাড়া ব্রয়লার সাদা ডিমের হালি ৪৫ টাকা এবং ডজন ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ব্রয়লার লাল দিমের হালি ৫০ টাকা এবং ডজন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। 

বাজারে গিয়ে দেখা গেছে, ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। গত এক সপ্তাহে কেজিতে ১০ টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায় এবং সোনালির দাম বেড়েছে কেজিতে ২০ টাকা।

সবজির বাজারে দেখা গেছে, পটলের কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়, বরবটি বিক্রি হচ্ছে ৭০ টাকায়, ঝিঙে বিক্রি হচ্ছে ৬০ টাকায়, করলা ৭০ টাকায়, কাঁকরোল ৬০ টাকা, কচুরমুখি ৭০ টাকা ও লাউ ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ঢেঁড়স ৪০ টাকা, পেঁপে ৪০ টাকায়, মিষ্টি কুমড়া ৩০ টাকায় (কাটা পিস), ফুলকপি ৫০ টাকা, মূলা ৫০ টাকা কেজি, চাল কমুড়া প্রতি পিস ৫০ টাকা, সিম ২০০ টাকা কেজি, লম্বা বেগুন ৮০ টাকা থেকে কমে ৬০ টাকা, ধনিয়া পাতা ১৬০ টাকা কেজি ও বাঁধাকপি ৬০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।

ভারতীয় টমেটোর কেজি ৪০০ টাকা ও দেশি টমেটো বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজিতে। কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা, গাজর ১৪০ টাকা কেজি, আলু ৪০ টাকা কেজি, দেশি পেঁয়াজ ৭০ টাকা কেজি ও ভারতীয় পেঁয়াজ ৪৫ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে দেখা গেছে, টেংরা মাছ ৮০০ টাকা কেজি, পাবদা ৫৫০ টাকা কেজি, শিং ৫৫০, তেলাপিয়া ২৪০ থেকে ২৬০ টাকা কেজি, রুই ৪০০ থেকে ৪৫০, মীরকার্প ৩২০ টাকা কেজি, ৫০০ গ্রাম ইলিশ এক হাজার ১০০ টাকা কেজি ও জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি দরে। অপরদিকে, গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।