ইস্টার্ন ব্যাংকের লভ্যাংশ বিতরণ সম্পন্ন

Looks like you've blocked notifications!
ইস্টার্ন ব্যাংকের লোগো

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংক লিমিটেড ২০২২ সালের ৩১ ডিসেম্বরের সমাপ্ত হিসাব বছরের ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে এবং বোনাস লভ্যাংশের শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের শেয়ার বিও হিসাবে জমা হয়েছে ।

এছাড়াও যে সব শেয়ারহোল্ডারদের বৈধ ব্যাংক অ্যাকাউন্ট নেই, যেমন সুপ্ত অবস্থায় থাকা অ্যাকাউন্ট, অবৈধ অ্যাকাউন্ট নম্বর, বন্ধ ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক শাখার রাউটিং নম্বর ছাড়া অ্যাকাউন্ট, বা রেকর্ডে থাকা ডাটাবেস অনুযায়ী অন্য কোনো অমিল বা অমিল তারিখ, তাদের ডিভিডেন্ড ওয়ারেন্ট ২৫ জুন ২০২৩ তারিখে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি ।

ব্যাংকটির মোট শেয়ার সংখ্য ১২০ কোটি ৭২ লাখ ৩৪ হাজার ৭১৫টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের ৩০ দশমিক ৬৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ৪৮ দশমিক ৫০ শতাংশ, বিদেশি শূন্য দশমিক ২৪ শতাংশ এবং বাকি ২০ দশমিক ৫৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর হাতে।