জমি বিক্রি করবে ইস্টার্ন ব্যাংক

Looks like you've blocked notifications!
ইস্টার্ন ব্যাংক লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংক লিমিটেড জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রোববার (২৭ আগস্ট) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ইস্টার্ন ব্যাংক সূত্র জানায়, পরিচলান পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ও পূর্বাচলের জমি বিক্রি করা হবে। বিদ্যমান বাজার দরেই এ জমি বিক্রি করা হবে।

সূত্র অনুসারে, গাজীপুরের পূর্বাচলে অবস্থিত ইস্টার্ন ব্যাংকের প্লটটির আয়তন ৮৫ দশমিক ১৫ কাঠা। অন্যদিকে, বসুন্ধরার প্লটটি পাঁচ কাঠা আয়তনের। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর করা হবে।