বাড়ল ডলারের দাম, কমল টাকার মান

Looks like you've blocked notifications!
টাকার প্রতীকী ছবি

ডলারের দাম আরও বাড়িয়েছে দেশের ব্যাংকগুলো। এবার আমদানি-রপ্তানি ও রেমিট্যান্স সব ক্ষেত্রেই ৫০ পয়সা করে বাড়ানো হয়েছে ডলারের দর। এতে ডলারের বিপরীতে কমছে টাকার মান। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) থেকে নতুন এই বিনিময় হার কার্যকর হচ্ছে। 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ভার্চুয়াল সভায় ডলারের হার বাড়ানোর ঘোষণা দিয়েছে। আজ থেকে তারা ১১০ টাকায় ডলার কিনে ১১০ টাকা ৫০ পয়সায় বিক্রি করতে রাজি হয়েছেন। 

নতুন হার অনুসারে রপ্তানিকারক ও রেমিট্যান্স পাঠানো ব্যক্তিরা প্রতি ডলারে ১১০ টাকা পাবেন। এ ছাড়া ব্যাংকগুলো আমদানিকারকদের কাছ থেকে ডলারপ্রতি ১১০ টাকা ৫০ পয়সা নেবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ডলারের আন্তব্যাংক বিনিময় হার ধরা হয়েছে ১১০ টাকা ৫০ পয়সা। এটি গত বছরের জানুয়ারিতে ছিল ৮৫ টাকা আট পয়সা। প্রত্যাশিত রেমিট্যান্স ও রফতানি আয়ের তুলনায় আমদানি বিল বেশি হওয়ায় দেশের রিজার্ভ কমে গেছে।