যুক্তরাষ্ট্র ও ইউরোপে তৈরি পোশাক রপ্তানি নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ

সংবাদ সম্মেলনে কথা বলছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) নেতারা বলেছেন, বিগত সাত মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে এক তৃতীয়াংশ ও ইউরোপের বাজারে কমেছে সাড়ে ১৪ শতাংশ। এটা খুবই উদ্বেগজনক। আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিজিএমইএ নেতারা।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বৈশ্বিক সংকটের মধ্যে বাংলাদেশের পোশাক শিল্পও চাপে রয়েছে। এর মধ্যে চলতি বছর ন্যূনতম নতুন মজুরি কার্যকর হলে পোশাক শিল্প আরও চাপের মুখে পড়বে।