সবজি-মাছের দাম অপরিবর্তিত, কমেছে ব্রয়লার মুরগির

Looks like you've blocked notifications!
রাজধানীর কাপ্তান বাজার। আজ শুক্রবার তোলা ফোকাস বাংলার ছবি

বাজারে ব্রয়লার মুরগির দাম কমেছে। তবে অপরিবর্তিত দামেই বিক্রি হচ্ছে শাক-সবজি ও মাছ। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর কাওরান বাজার, মতিঝিল, মিরপুর, শনির আখড়া, যাত্রাবাড়ীসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

সপ্তাহের ব্যবধানে আজ শুক্রবার ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা কমেছে। তবে সোনালি ও দেশি মুরগি আগের দামেই বিক্রি হচ্ছে। অপরদিকে প্রতি কেজি সোনালি মুরগি ২৯০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজিতে। এছাড়া বাজারে ফার্মের ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকায়। আর প্রতি হালি বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। হাঁসের ডিম ২২০ টাকা ও দেশি মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ১৩ টাকায়।

অপরদিকে, বাজারে আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকা দরে এবং পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির বাজারে দেখা গেছে, প্রতি কেজি শিম ২০০ টাকা, চায়না গাজর ১৪০ টাকা, মূলা ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপির দাম ৬০ টাকা। এ ছাড়া প্রতি কেজি গোল বেগুন ১০০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, করলা ৮০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, ঝিঙে ৬০ টাকা, ধুন্দল ৬০ টাকা, কচুমুখি ৯০ টাকা ও কচুর লতি ৮০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। প্রতি পিস জালি কুমড়া (চাল কুমড়া) ৬০ টাকা ও লাউ ৭০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচকলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে, বাজারে স্থিতিশীল রয়েছে চালের দাম। প্রতি কেজি সরু বা চিকন চাল ৭০ থেকে ৮০ টাকা, আটাশ চাল ৫৫ থেকে ৬০ টাকা, মোটা চাল ৪৫ থেকে ৫০ টাকা, নাজির চাল ৭০ থেকে ৮৫ টাকা, বাসমতি চাল ৮৯ থেকে ৯০ টাকা, চিনিগুঁড়া চাল ১২০ থেকে ১৫০ টাকা, কাটারি ৮০ থেকে ৯০ টাকা, আমন ৬৫ টাকা, আউশ ৭৫ টাকা ও জিরাশাইল ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে দেখা গেছে, গরুর মাংস কেজিপ্রতি ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস কেজিপ্রতি এক হাজার ৫০ থেকে এক হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে।