৩০০ বিলিয়ন ডলার রপ্তানি আয় চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
রাজধানীর একটি হোটেলে সোমবার এলএফএমইএবি আয়োজিত ‘প্রেস মিট’ অনুষ্ঠানে অংশ নেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে প্রভাবিত করার অন্যতম হাতিয়ার রপ্তানি বহুমুখীকরণ। ২০৪১ সালের মধ্যে রপ্তানি আয় ৩০০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জন করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে দেশের রপ্তানি খাত বহুমুখীকরণ করতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।’

সোমবার (৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) আয়োজিত ‘প্রেস মিট’ অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, ‘দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে প্রভাবিত করার অন্যতম হাতিয়ার রপ্তানি বহুমুখীকরণ। বাংলাদেশ বর্তমানে এশিয়ার অন্যতম রপ্তানিমুখী দেশ হিসেবে বিশ্ববাজারে আবির্ভূত হয়েছে। রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় বিদেশি ক্রেতা-ব্র্যান্ডস ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি আয়কারী চামড়া ও চামড়াজাত পণ্য ২০৪১ সালের মধ্যে ৩০০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রণী ভূমিকা রাখবে।’  

মন্ত্রী আরও বলেন, ‘বর্তমানে সামগ্রিক রপ্তানি আয়ের পোশাক খাত ৮৩ ভাগ দখল করে আছে। কিন্তু এই খাত একদিনে এই জায়গায় আসেনি, চামড়া ও চামড়াজাত পণ্যের একটি বিশাল সম্ভাবনা রয়েছে। এটি অনেক সম্ভাবনাময় একটি খাত।’

বাণিজ্য মন্ত্রণালয় ও এলএফএমইএবি যৌথভাবে আগামীকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে শনিবার (১৪ অক্টোবর) ইন্টারন্যাশনাল কনভনেশন সেন্টার সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চর্তুথ ‘বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-ব্লিস’ এর আয়োজন করতে যাচ্ছে।

‘প্রেস মিট’ অনুষ্ঠানে লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফকেচার্রাস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান এবং এলএফএমইএবির উপদেষ্টা মোহাম্মদ সায়ফুল ইসলামসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।