বাড়ছে নিত্যপণ্যের দাম, ডিম দিবসে ডজন প্রতি বিক্রি ১৬৫

বাজারে প্রতিদিনই হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। এরমধ্যে নতুন করে যুক্ত হয়েছে সবজি। শীতকালীন নতুন সবজি এলেও কমছে না দাম। আজ শুক্রবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ানবাজার, মিরপুর, শনির আখড়া, যাত্রাবাড়ী, বাড্ডা, রামপুরা এলাকার বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। এ ছাড়া আজ বিশ্ব ডিম দিবসেও ডজন প্রতি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকা দরে।
কারওয়ানবাজারে গিয়ে দেখা গেছে, সিম বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি, টমেটো ১০০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, করলা ৮০ টাকা, বেগুন ৮০ টাকা, মুলা ৭০ টাকা, পটল ৮০, মিষ্টি কুমড়া ৫০ (কেজি), পেঁপে ২৫ টাকা, কাঁচামরিচ ২০০ টাকা কেজি। এ ছাড়া শসা ৮০ টাকা, গাজর ১২০ টাকা, বরবটি ১২০ টাকা, আলু ৫০ টাকা কেজি, ফুলকপি ৪০ টাকা (ছোট), বাঁধাকপি ৩০ টাকা (ছোট) দরে বিক্রি হচ্ছে।
এদিকে, বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ১০০ টাকা, আলুর কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে এবং ডিমের ডজন ১৬০ থেকে ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে দেখা গেছে, পাঙাশ, চাষের কই ও তেলাপিয়া মাছের কেজি ২২০ থেকে ২৮০ টাকায়। রুই, কাতলা, কালবাউশ ও মৃগেল বিক্রি হচ্ছে আকারভেদে ৩৮০ থেকে ৪৫০ টাকায়।
এ ছাড়া ব্রয়লার মুরগির কেজি ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা এবং সোনালি জাতের মুরগির বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৩০ টাকা দরে। এ ছাড়া খাশির মাংস ও গরুর মাংস আগের দামেই বিক্রি হচ্ছে।