আসতে শুরু করেছে শীতের সবজি, দাম কমেছে কিছুটা
শীতের মৌসুম শুরু হওয়ায় সবজির সরবরাহ বেড়েছে । গত সপ্তাহের তুলনায় তাই দামও কমেছে কিছুটা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই দাম আরও কমবে বলে ধারণা বিক্রেতাদের। তবে, সবজির বাজারে এখনও তেমন স্বস্তি ফেরেনি, দাবি ক্রেতাদের। আজ শুক্রবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সবজি বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের তুলনায় সবজির দাম প্রতি কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমেছে। বাজার ঘুরে দেখা যায়, ঢেড়শ গত সপ্তাহে কেজিপ্রতি ৮০ টাকা ছিল, কিন্তু এই সপ্তাহে ৬০ টাকা হয়েছে। মিষ্টি কুমড়া গত সপ্তাহে ছিল ৫২ থেকে ৪০ টাকা এই সপ্তাহে দাম কমে হয়েছে ৩৫ টাকা। বেগুন গত সপ্তাহে বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি। এই সপ্তাহে কমে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো গত সপ্তাহে ছিল ১০০ টাকা, তবে এই সপ্তাহে ২ ০ টাকা কমে বিক্রি হচ্ছে ৮০ টাকা। ধুন্দল গত সপ্তাহে কেজিপ্রতি ৪০ টাকা ছিল। কিন্তু এই সপ্তাহে কমে হয়েছে ৩০ টাকা। চিচিঙ্গা গত সপ্তাহে ৫০ টাকা কেজি বিক্রি হলেও এই সপ্তাহে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। ঝিঙা গত সপ্তাহে বিক্রি হয় কেজি প্রতি ৬০ টাকা, এই সপ্তাহে ৩৫ টাকা। কচুর লতি গত সপ্তাহে ছিল ৫৫ থেকে ৫০ টাকা, এখন ৪০ থেকে ৩০ টাকা বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারে ক্রেতা মাজহারুল ইসলাম বলেন, সবজির দাম একটু কমেছে। তবে, আরও কমার আশা করছি। কারণ, শীতের মৌসুম এলে সাধারণত দাম করতে থাকে। এখন শীতের সবজি আসতে শুরু করেছে।
যদিও ক্ষোভ প্রকাশ করেছেন বেশিরভাগ ক্রেতা। সবজির বাজার এখনও সাধারণের সাধ্যের মধ্যে নেই বলে জানান তারা।
তবে, নাজমুল হুদা নামের একজন বিক্রেতা বলেন, সামনে দাম আরও কমতে পারে। কিন্তু, রাজনৈতিক কারণে ঢাকায় যদি সবকিছু ঠিক মতো আসতে না পারে, তাহলে দাম করার সম্ভবনা কমে যাবে।