রেকর্ড ভেঙে স্বর্ণের দামে ফের রেকর্ড

Looks like you've blocked notifications!
স্বর্ণ ফাইল ছবি

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। আগের সব রেকর্ড ভেঙেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দাম। এর আগে ৫ নভেম্বর বাজুজের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটনের সই করা বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশীয় বাজারে সব রেকর্ড ভেঙেছিল স্বর্ণের দাম। আর আজ রোববার (২৬ নভেম্বর) সেই রেকর্ড অতিক্রম করল নতুন দাম।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) বিজ্ঞপ্তিতে আজ  বলা হয়, নতুন দাম আগামীকাল সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে। 

বিজ্ঞপ্তি অনুসারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দামে এক হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে এক লাখ আট হাজার ১২৫ টাকা।