চালান সংগ্রহে উৎসাহ দিতে ভ্যাট দিবস পালন করবে এনবিআর

Looks like you've blocked notifications!

ভ্যাট বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও চালান সংগ্রহে উৎসাহ দিতে আগামী রোববার (১০ ডিসেম্বর) জাতীয় ভ্যাট দিবস এবং জাতীয় ভ্যাট সপ্তাহ উদযাপন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিম। এবারের প্রতিপাদ্য “আমার ভ্যাট আমি দেব, কেনার সময় চালান নিব”

এনবিআর চেয়ারম্যান বলেন, “দেশের মোট আহরিত রাজস্বের ৮৬ শতাংশ আদায় হয় এনবিআরের মাধ্যমে। এই ৮৬ শতাংশ রাজস্বের মধ্যে সবচেয়ে বড় খাত ভ্যাট। কোভিড মহামারী পরবর্তী বিশ্ব পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ উৎস সমূহের মধ্যে মূসক বা ভ্যাট সর্বোচ্চ রাজস্ব আহরণকারী উৎস হিসেবে পরিগণিত হয়েছে।” 

তিনি বলেন, দেশে ভ্যাট ব্যবস্থা অধিক সচেতনতা বৃদ্ধির জন্য ২০১১ সাল থেকে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন করা হচ্ছে। ভ্যাট বিষয়ে করদাতাদের সচেতনতা বৃদ্ধি, ক্রেতাদের ভ্যাট চালান সংগ্রহে উৎসাহ, ভ্যাট প্রদানে উদ্বুদ্ধকরণ ও ভ্যাট কর্মকর্তাদের সেবার মান উন্নয়ন লক্ষ্যে আগামী ১০ ডিসেম্বর ভ্যাট দিবস এবং ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপন করা হবে। এ লক্ষ্যে এনবিআর বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন লক্ষে এনবিআরে ভ্যাট অনুবিভাগ এবং ভ্যাট মাঠ পর্যায়ের দপ্তরের নানা কার্যক্রম গ্রহণ করা হবে। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন প্রাক্কালে দেশের মোবাইল কোম্পানীগুলোর মাধ্যমে আগামী রোববার (১০ ডিসেম্বর) থেকে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত ভ্যাট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রচার (এসএমএস আকারে) কার্যক্রম চালানো হবে । পাশাপাশি রেডিও, টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, অনলাইনভিত্তিক মিডিয়া ইত্যাদি বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হবে।

আগামী রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় আগারগাঁওস্থ রাজস্ব ভবন মাল্টিপারপাস হলে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ৯টি (উৎপাদন, সেবা ও ব্যবসায়ের প্রতিটি ক্ষেত্রে ৩টি করে) প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রেসিডেন্ট মাহবুবুল আলম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এছাড়া কমিশনারেট ও বিভাগীয় দপ্তরে অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করে প্রতিটি জেলায় উৎপাদনকারী, সেবা প্রদানকারী ও ব্যবসায়ী পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীকে সম্মাননা প্রদান করা হবে।