কুলাউড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

Looks like you've blocked notifications!

কুলাউড়ায় বখতুন্নেছা চৌধুরী ডায়াবেটিস সেন্টার ও আলো ভুবন ট্রাস্টের তত্ত্বাবধানে জার্মানির বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। এই ক্যাম্প বিনামূল্যে চিকিৎসা সেবা, সনোলজিস্ট এবং সনোগ্রাফারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।

বিসিডিসি প্রাঙ্গণে আয়োজিত দুদিনব্যাপী (১ ও ২ ডিসেম্বর) এই উদ্যোগে জার্মানি থেকে আগত প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডাক্তার ব্রিগেতে শুম্যানের সহায়তায় ৫০ জন রোগীর বিনামূল্যে রোগ নির্ণয় করা হয়। একইসাথে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল থেকে আগত নয়জন সনোলজিস্ট এবং বখতুন্নেছা চৌধুরী ডায়াবেটিস সেন্টারের পাঁচ জন সনোগ্রাফারদের হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। ডা. মোস্তফা মাহমুদ ইমরান তালুকদারের উপস্থাপনায় প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্ট কোস্ট গ্রুপের নির্বাহী পরিচালক মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী (অব.)।

এ ছাড়া উপস্থিত ছিলেন কর্নেল লিয়াকত আলী খান (অব.), হেড অফ সি এস আর, ইস্ট কোস্ট গ্রুপ। আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য দেন জার্মানি থেকে আগত প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডাক্তার ব্রিগেতে শুম্যান ও আলো ভুবন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল প্রফেসর ডাক্তার হাসিন অনুপমা আজহারী। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন ডা. সাজ্জাদ মাহমুদ।

প্রশিক্ষণ কর্মসূচি শেষে মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী (অব.) প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। ২০০২ সালে যাত্রা শুরু করে বখতুন্নেছা চৌধুরী ডায়াবেটিস সেন্টার আজ অবধি কুলাউড়ায় সর্বসাধারণের জন্যে স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২১ বছরের অভিজ্ঞতার আলোকে আরও বৃহৎ পরিসরে সেবাদানের উদ্দেশে অতি সম্প্রতি বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিশ্বমানের রোগ নির্ণয় যন্ত্রাবলী দিয়ে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে বখতুন্নেছা চৌধুরী ডায়াবেটিস সেন্টার।

বাংলাদেশে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বখতুন্নেসা চৌধুরী ডায়াবেটিস সেন্টার এবং আলো ভুবন ট্রাস্ট অঙ্গীকারবদ্ধ। এই ধরনের উদ্যোগ কুলাউড়ায় স্বাস্থ্যসেবা খাতে নিয়োজিত সব পেশাজীবীদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে।