ডলার বন্ডের সুদহার বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয়

Looks like you've blocked notifications!
মার্কিন ডলার। এএফপির ফাইল ছবি

ইউএস ডলার প্রিমিয়াম ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের সুদহার বাড়ানো হয়েছে। আজ রোববার (১৪ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনের তথ্যানুসারে, ইউএস ডলার প্রিমিয়ার বন্ডের সুদহার যেভাবে পুনর্নির্ধারণ করা হয়, তা নিম্নরূপ— এক লাখ ডলার পর্যন্ত বিনিয়োগে প্রথম বছরান্তে ছয় দশমিক ৫০ শতাংশ, দ্বিতীয় বছরান্তে সাত ও তৃতীয় বছরান্তে সাত দশমিক ৫০ শতাংশ। এক লাখ এক ডলার থেকে পাঁচ লাখ ডলার পর্যন্ত প্রথম বছরান্তে পাঁচ শতাংশ, দ্বিতীয় বছরান্তে পাঁচ দশমিক ৫০ শতাংশ ও তৃতীয় বছরান্তে ছয় শতাংশ। এরপর পাঁচ লাখ এক ডলার থেকে তদূর্ধ্ব বিনিয়োগের ক্ষেত্রে প্রথম বছরান্তে চার শতাংশ, দ্বিতীয় বছরান্তে চার দশমিক ৫০ শতাংশ ও তৃতীয় বছরান্তে পাঁচ শতাংশ সুদ নির্ধারণ করা হয়।

ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের সুদহার হবে, এমন এক লাখ ডলার পর্যন্ত বিনিয়োগে প্রথম বছরান্তে পাঁচ দশমিক ৫০ শতাংশ, দ্বিতীয় বছরান্তে ছয় শতাংশ ও তৃতীয় বছরান্তে ছয় দশমিক ৫০ শতাংশ সুদ পুনর্নির্ধারণ করা হয়েছে। এক লাখ এক ডলার থেকে পাঁচ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগে প্রথম বছরান্তে চার শতাংশ, দ্বিতীয় বছরান্তে চার দশমিক ৫০ শতাংশ ও তৃতীয় বছরান্তে পাঁচ শতাংশ সুদ পুনর্নির্ধারণ করা হয়। এরপর পাঁচ লাখ ডলার থেকে তদূর্ধ্ব বিনিয়োগের ক্ষেত্রে প্রথম বছরান্তে তিন শতাংশ, দ্বিতীয় বছরান্তে তিন দশমিক ৫০ শতাংশ ও তৃতীয় বছরান্তে চার শতাংশ সুদ পুনর্নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে শর্ত দেওয়া হয়, যেমন- নতুন স্ল্যাবভিত্তিক মুনাফা প্রদানের ক্ষেত্রে বর্ণিত স্কিম দুটির আগের বিনিয়োগের সঙ্গে একত্র করে মোট বিনিয়োগ নির্ধারণ করা হবে। নতুন স্ল্যাব নির্ধারণের আগে ইস্যুকৃত সঞ্চয় স্কিম দুটির মুনাফার হার ক্রয়কাল হারে প্রযোজ্য হবে; বর্ণিত স্কিম দুটির বিনিয়োগের পরিমাণ অন্যান্য সঞ্চয়স্কিম থেকে আলাদা হিসাবায়ন হবে; স্কিম দুটির লেনদেনসংক্রান্ত সব রিপোর্ট-রিটার্ন মার্কিন ডলারের পাশাপাশি বাংলাদেশি মুদ্রায় পাওয়ার ব্যবস্থা থাকবে।