বাংলাদেশকে ৫২ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক : কান্ট্রি ডিরেক্টর

Looks like you've blocked notifications!
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলাই শেখ। ফাইল ছবি

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলাই শেখ বলেছেন, ‘বিশ্বব্যাংক বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ৫২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তার জন্য আরও ১৬ বিলিয়ন ডলার প্রতিশ্রুতি রয়েছে।’

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে এ বৈঠক হয়।

আব্দুলাই শেখ বলেন, ‘বাংলাদেশের ২০৪১ সালের পরিকল্পনা সামনে রেখে যে পরিমাণ অর্থ সহায়তা দরকার, সেই অনুযায়ী সংস্কারও করতে হবে।’ 

বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বব্যাংকের সংস্কার প্রস্তাবের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক যে সংস্কার চাচ্ছে, সেটা অবশ্যই দরকার। এতে আমরা বিশ্বব্যাংকের সহায়তা নেব।’