দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা হতে পারে : অর্থমন্ত্রী

Looks like you've blocked notifications!
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ফাইল ছবি

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা হতে পারে।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন অর্থমন্ত্রী। এর আগে আজ তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আইএমএফের আবাসিক প্রতিনিধি জায়েযন্দু দে বৈঠক করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা ভালো। এ বিষয়ে আমাদের দুটি আইডিয়া আছে। দু-একটা ব্যাংক এমন আছে, তারা একেবারেই কাজই করতে পারছে না। তাদেরকে শক্তিশালী ব্যাংকের সঙ্গে একীভূত করাই ভালো। উন্নত অর্থনীতিতে অহরহ একীভূত করা হয়। তবে আমাদের দেশে এখনও কোনো ব্যাংকের একীভূতকরণের প্রস্তাব আসেনি। প্রস্তাব এলে তখন সেটি বিবেচনা করে দেখা হবে।’