ভোজ্যতেলে ভ্যাট, চিনি-চাল-খেজুরে শুল্ক কমাল সরকার

Looks like you've blocked notifications!

খেজুর আমদানিতে শুল্ক ১০ শতাংশ, চালে রেগুলেটরি ডিউটি ২০ শতাংশ, ভোজ্যতেলে মূসক (ভ্যাট) ৫ শতাংশ ও চিনিতে শুল্ক প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এনবিআর পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করে এসব তথ্য নিশ্চিত করেছে। অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে চারটি নিত্যপণ্যের ওপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।