এনআরবি ব্যাংকের আইপিওতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে

Looks like you've blocked notifications!

দেশের চতুর্থ প্রজন্মের এনআরবি ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কাছ থেকে ১০০ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আহ্বান করেছে। সম্প্রতি আইপিও আবেদনের প্রক্রিয়া শেষে বিনিয়োগকারীদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছে বলে জানিয়েছে এনআরবি ব্যাংক।

ব্যাংক সূত্রে জানা গেছে, দেশে বসবাসকারী বিনিয়োগকারীদের থেকে প্রায় ৪ গুণ (অর্থাৎ ৭০ কোটি টাকার বিপরীতে ২৭৩.৯০ কোটি টাকা) আবেদন জমা পড়েছে। পাশাপাশি, প্রবাসী বাংলাদেশি আবেদনকারীরা ৫ কোটি টাকার বিপরীতে আবেদন করেছে মোট ২৩.৮৮ কোটি টাকা যা প্রায় ৫ গুণ। এছাড়াও, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এনআরবি ব্যাংকের আইপিও-তে তাদের জন্যে বরাদ্দকৃত ২৫ কোটি টাকার বিপরীতে ৬২.৭৫ কোটি টাকার আবেদন করেছে, যা প্রায় আড়াই গুণ।

সম্মানিত বিনিয়োগকারীরা যারা এনআরবি ব্যাংক-এর আইপিও-তে অংশগ্রহণ করে ব্যাংকের প্রতি তাদের আস্থা ও সমর্থন দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এনআরবি ব্যাংক বিনিয়োগকারীদের এই আস্থা ও সমর্থনকে পুঁজি করে ভবিষ্যতে আর্থিক খাতে এর বাজার উপস্থিতি বৃদ্ধি করতে সচেষ্ট থাকবে এবং গ্রাহকদের ও বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা প্রদানে অবিচল থাকবে বলে জানিয়েছে ব্যাংকটি।