রিটার্নে ব্যয় বিবরণ বাধ্যতামূলক না করার দাবি ডিসিসিআইয়ের

Looks like you've blocked notifications!

শতভাগ ক্যাশলেস আওতায় না আসায় করদাতাদের ব্যয় হিসাব রাখা সম্ভব না। তাই আয়কর রিটার্নে করদাতাদের জীবনযাত্রার সব ব্যয় বিবরণ বাধ্যতামূলক না করার দাবি রাখেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)। এ ছাড়া ভোগান্তি ও কষ্ট লাঘবে বেশকিছু পণ্যে কর ছাড় চেয়েছে সংগঠনটি।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এসব দাবি জানিয়েছে ডিসিসিআই। সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। 

ডিসিসিআই বলছে, যেহেতু আয়করের সংজ্ঞা অনুযায়ী, যা আয় বলে গণ্য হবে সেই আয়ের সেক্ষেত্রে ব্যক্তি করদাতার ক্ষেত্রে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়কে রিটার্ন ভিত্তিতেই কর প্রদান করা হবে এবং ব্যয় বিয়োজনের সুযোগ নেই। ব্যক্তি করদাতাদের জীবনের সংশ্লিষ্ট ব্যয়কে দাখিলে বাধ্যতামূলক করা হলে করদাতারা রিটার্ন প্রদানে নিরুৎসাহিত হতে পারে।

করদাতারা যেহেতু শতভাগ ক্যাশলেস পদ্ধতির আওতায় আসেনি জানিয়ে ডিসিসিআই জানায়, সে কারণে তাদের পক্ষে এসব ব্যয় হিসাব রাখা কঠিন। এ ছাড়া সংগঠনটি কর আদায় বাড়াতে অটোমেশন করা, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর পুরোপুরি বাস্তবায়ন, সম্পূর্ণ অনলাইনভিত্তিক মূসক কার্যক্রম পরিচালনা করা, করদাতাদের অতিরিক্ত কর ফেরত প্রদান, বিদেশি ঋণের সুদ পরিশোধের ক্ষেত্রে উৎসে কর বাতিল, কর জাল বাড়াতে এনবিআরকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার দাবি রাখেন সংগঠনটি।