শর্ত ছাড়া করপোরেট করহার কমানোর দাবি বিসিআইয়ের
বাংলাদেশের করপোরেট করহার আশপাশের দেশের তুলনায় অনেক বেশি। এতে করে বিনিয়োগে অনেকেই নিরুৎসাহিত হচ্ছে। তাই দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে শর্ত ছাড়াই করপোরেট করহার কমানোর দাবি করেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। একই সাথে জনগণের কষ্ট লাঘবে ব্যক্তিক আয় করমুক্ত সীমা ৫ লাখ টাকা করার দাবি রাখেন।
আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজস্ব ভবনে আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) আসন্ন ২০২৪-২০২৫ অর্থবছরের প্রাক বাজেট আলোচনা সভায় বিসিআইয়ের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) এসব দাবি করেন। সভার সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
আলোচনায় আনোয়ার-উল আলম চৌধুরী করপোরেট করহার কমিয়ে আগামীতে প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য ২৫ শতাংশ এবং পাবলিক ট্রেডেড কোম্পানির জন্য ২০ শতাংশ করার দাবি রাখেন। তিনি মাইক্রো, কুটির ও ক্ষুদ্রশিল্প এবং তরুণ শিল্প উদ্যোক্তাদের জন্য ন্যূনতম ৫ বছর কর অবকাশ, শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে উৎস কর ৩ শতাংশ করারও দাবি করেন। অন্যদিকে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, সুপারঅ্যানুয়েশন ফান্ড ও পেনশন ফান্ডগুলোর করহার ১৫ শতাংশ বহাল রাখা সহ পরিবেশবান্ধব শিল্প প্রতিষ্ঠানের জন্য ২ শতাংশ কর রেয়াতের দাবি রাখেন। এ ছাড়া শিল্পায়নের প্রসার, দেশীয় শিল্পের সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, স্থানীয় শিল্পের প্রতিবন্ধকতা নিরসনে শুল্ক ও ভ্যাটে একগুচ্ছ দাবি তুলে ধরেন তিনি।যাতে দেশীয় শিল্প গড়ে ওঠে এবং তাদের সক্ষমতা বৃদ্ধি পায় জানিয়ে সভায় আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, আমদানি পণ্য খালাসে এনবিআরের জন্যই দেরি হয় বিষয়টা এমন নয়। এখানে অনেক কারণে এমনটা হয়ে থাকে। এই সময় কমানোর জন্য আমরা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন করছি। এনবিআর করনেট বৃদ্ধির জন্য কাজ করছে। যার ফল এখন আমরা দেখতে পাচ্ছি।