এনসিসি ব্যাংকের সাথে ব্রেন স্টেশনের চুক্তি

এনসিসি ব্যাংকের সাথে ব্রেন স্টেশনের চুক্তি

এনসিসি ব্যাংক পিএলসির সাথে ব্রেন স্টেশন ২৩ পিএলসির সাথে রিটেইল ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ও ওয়ালেট স্যলিউশন “এনসিসি অলওয়েজ” সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। গত বৃহস্পতিবার (৭ মার্চ) এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম শামসুল আরেফিন এবং ব্রেন স্টেশন ২৩ এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাইসুল কবির স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, মো. রাফাত উল্লা খান, মো. জাকির আনাম, এসইভিপি ও কোম্পানী সচিব মো. মনিরুল আলম, এসইভিপি ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, ইভিপি ও হেড অব রিটেইল এন্ড এসএমই বিজনেস মোহাম্মদ রিদওয়ানুল হক, মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুন, হেড অব কার্ডস এন্ড ডিজিটাল পেমেন্ট ডিভিশন জোবায়ের মাহমুদ ফাহিম এবং ব্রেন স্টেশনের ফিনটেক বিভাগের ভিপি মো. সাইফুল ইসলাম খান ও এসবিইউর প্রধান আবদুল্লাহ্ বিন আমিন। এ ছাড়া উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, উন্নত প্রযুক্তির এই ফিনটেক স্যলিউশনের মাধ্যমে এনসিসি ব্যাংকের রিটেইল ব্যাংকিং কার্যক্রম সফলভাবে সম্পাদিত হবে, যা ব্যাংকের গ্রাহক সেবার পরিধি বিস্তৃতিতে সহায়তা করবে।

Author: 
নিজস্ব প্রতিবেদক
News type: 
Web
Publish date: 
Saturday, March 9, 2024 - 05:30
URL category: 
অর্থনীতি
News category: 
অর্থনীতি
করপোরেট নিউজ
Breadcrumb category: 
করপোরেট নিউজ