বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করল আইসিএসবি

Looks like you've blocked notifications!

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে। আজ রোববার (১৭ মার্চ) আইসিএসবির সদস্য ও তাদের পরিবার অনুষ্ঠানে উপস্থিত হয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আইসিএসবির ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটি যথাযথ মর্যাদা ও সম্মানের সাথে অনুষ্ঠানটি আয়োজন ও উদযাপন করেছে।

স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন সম্পর্কে উপস্থিত সদস্যরা আলোচনা করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ। ডিআরসির চেয়ারম্যান ও কাউন্সিল সদস্য মোহাম্মাদ আবদুল্লাহ আল মামুন ও কাউন্সিল মেম্বারসহ আইসিএসবির সদস্য ও কর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয় ও জাতির পিতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআরসির সদস্য সচিব শেখ আজিজুল হক।

এ সময় ছিলেন আইসিএসবির ভাইস প্রেসিডেন্ট একেএম মুশফিকুর রহমান, ট্রেজারার মোহাম্মাদ আবদুল্লাহ আল মামুন, সচিব মো. জাকির হোসেন ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমিমুল ইহসান, এস কে মো. সরফরাজ হোসেন, মো. আহসান হাবিব, কাজী মো. মিরাজ হোসেন, মো. মাইন উদ্দিন, মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ।