বীর শহীদদের শ্রদ্ধা জানাল ট্যাকসেশন
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতা ও জাতীয় দিবস স্মরণে আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে সকল বীর শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিসিএস (ট্যাকসেশন) এসোসিয়েশন। সভাপতি বিজ্ঞ কর কমিশনার মো. লুৎফর আজিমের নেতৃত্বে সংগঠনটির মহাসচিব, সম্পাদক সহ নির্বাহী সদস্যরা এ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব অতিরিক্ত কর কমিশনার শেখ শামীম বুলবুল, দপ্তর সম্পাদক উপ-কর কমিশনার মোহাম্মদ আরিফুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক উপ-কর কমিশনার মো. শিহাবুল ইসলাম কুশল সহ অন্যান্য নির্বাহী সদস্যরা।