আট মাসে রাজস্ব ঘাটতি ১৮ হাজার কোটি টাকা

Looks like you've blocked notifications!
জাতীয় রাজস্ব বোর্ড। ফাইল ছবি

চলতি অর্থবছরের (২০২৩-২০২৪) প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) রাজস্ব আদায়ে ঘাটতির মুখোমুখিতে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আলোচিত আট মাসে লক্ষ্যমাত্রার তুলনায় এনবিআর আদায়ে পিছিয়ে রয়েছে ১৮ হাজার ২২২ কোটি টাকা। 

চলতি অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল দুই লাখ ৪৪ হাজার ৮০৮ কোটি টাকা। সেখানে আদায় হয়েছে দুই লাখ ২৬ হাজার ৫৮৬ কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা চার লাখ ১০ হাজার কোটি টাকা। সেই হিসেবে বাকি চার মাসে এনবিআরকে রাজস্ব এক লাখ ৮৩ হাজার কোটি টাকা আদায় করতে হবে।  

এনবিআর সূত্রে জানা যায়, গত ৮ মাসে আয়কর আদায়ে লক্ষ্যমাত্রা ছিল ৭৯ হাজার ১৫৫ কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৭২ হাজার ৩১১ কোটি টাকা। মূল্য সংযোজন কর (মূসকবা ভ্যাট) আদায়ে লক্ষ্যমাত্রা ছিল ৯২ হাজার ৩৬৮ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৮৮ হাজার ৭০১ কোটি টাকা। এ ছাড়া শুল্ক আদায়ে লক্ষ্যমাত্রা ছিল ৭৩ হাজার কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৬৫ হাজার ৫৭৩ কোটি টাকা। 

অর্থবছরের প্রথম আট মাসে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে আয়কর খাতে। যা প্রবৃদ্ধি প্রায় ২০ শতাংশ। আয়করে ঘাটতি ৬ হাজার ৮৪৩ কোটি টাকা। আট মাসে শুল্ক ঘাটতি সবচেয়ে বেশি। গত আট মাসে প্রবৃদ্ধি ১০ দশমিক ৭৭ শতাংশ। শুল্ক আদায় হয়েছে ৭ হাজার ৭১১ কোটি টাকা। অন্যদিক ভ্যাট আদায়ে ১৬ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি। আলোচিত আট মাসে ভ্যাট আদায়ে ঘাটতি ৩ হাজার ৬৬৬ কোটি টাকা। 

এনবিআরের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে রাজস্ব আদায় আগের বছরের তুলনায় ১৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। গত ফেব্রুয়ারিতে রাজস্ব আদায় বেড়েছে ১৯ শতাংশের বেশি। এটি চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ।