বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের পক্ষে শ্রদ্ধা 

Looks like you've blocked notifications!
রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে রূপালী ব্যাংকের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। ছবি : রূপালী ব্যাংক

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রূপালী ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান ও হাসান তানভীর। 

রূপালী ব্যাংকের পক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে ব্যাংকের মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, তানভীর হাছনাইন মইন, মো. মইন উদ্দিন মাসুদ, সালামুন নেছা, আবু নাসের মোহাম্মদ মাসুদ ও এস.এম দিদারুল ইসলামসহ সব ডিজিএম ও এজিএমসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের পক্ষেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।