২৩ দিনে প্রবাসীরা পাঠালেন ২৬ হাজার ৪০০ কোটি টাকা

চলতি সেপ্টেম্বরের ২৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২১৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২৬ হাজার ৪০০ কোটি ৮০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। এর মধ্যে গতকাল মঙ্গলবার ৮৫৪ কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
মুখপাত্র আরিফ হোসেন বলেন, গত বছরের সেপ্টেম্বরের প্রথম ২৩ দিনে প্রবাসী আয় এসেছিল ১৮৪ কোটি মার্কিন ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৩২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার বা ১৭ দশমিক ৬০ শতাংশ।
অপরদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৭০৬ কোটি ৪০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৫৯৭ কোটি ৮০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১০৮ কোটি ৬০ লাখ ডলার।