সি গ্রেডের গভর্নর আহসান এইচ মনসুর
আন্তর্জাতিক আর্থিক সাময়িকী গ্লোবাল ফাইন্যান্সের ২০২৫ সালের মূল্যায়নে ‘সি’ গ্রেড পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তার নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংকের পারফরম্যান্সকে সংস্থাটি মিশ্র হিসেবে চিহ্নিত করেছে।
সম্প্রতি গ্লোবাল ফাইন্যান্সের প্রকাশিত সেন্ট্রাল ব্যাংকার রিপোর্ট কার্ড ২০২৫ এর বলা হয়, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, প্রবৃদ্ধি অর্জন, মুদ্রার স্থিতিশীলতা ও নীতিগত বিশ্বাসযোগ্যতা এই চার সূচকে ফল করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিবেদনে শ্রীলঙ্কার গভর্নর নন্দলাল উইরাসিংহে পেয়েছেন ‘এ’ গ্রেড। ভিয়েতনামের গভর্নর নুয়েন থি হং পেয়েছেন ‘এ প্লাস’।
গ্লোবাল ফাইন্যান্সের প্রতিবেদনে বলা হয়, আহসান এইচ মনসুরের নীতি দিকনির্দেশনা যুক্তিসংগত হলেও বাস্তবায়নে গতি কম। এতে জনগণের আস্থা এখনো পুরোপুরি ফিরে আসেনি।
প্রতিবেদনে বলা হয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, প্রবৃদ্ধি অর্জন, মুদ্রার স্থিতিশীলতা ও নীতিগত বিশ্বাসযোগ্যতা— এই চার সূচকে গড়পড়তা ফল করেছে বাংলাদেশ ব্যাংক। গ্লোবাল ফাইন্যান্সের ‘সেন্ট্রাল ব্যাংকার রিপোর্ট কার্ড ২০২৫’–এ বিশ্বের ১০০টি দেশের কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের মূল্যায়ন করা হয়েছে। এর আগে বাংলাদেশের সাবেক গভর্নর আবদুর রউফ তালুকদার ২০২৩ সালে পেয়েছিলেন ‘ডি’গ্রেড।

নিজস্ব প্রতিবেদক