১০ দিনে ৩৫ শতাংশ বেড়েছে প্রবাসীদের আয়
ডলার। ফাইল ছবি
চলতি নভেম্বরের প্রথম ১০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ৫২৯ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল সোমবার এক হাজার ৬৪৭ কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান বলেন, গত বছরের নভেম্বরের প্রথম ১০ দিনে প্রবাসী আয় এসেছিল ৮২ কোটি ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৩৫ দশমিক ২০ শতাংশ।
এদিক চলতি বছরের ১ জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে এক হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৯৭৫ কোটি ৮০ লাখ ডলার।

নিজস্ব প্রতিবেদক