ইউপি ইস্যুতে সিবিএমএস ব্যবহার বাধ্যতামূলক সিদ্ধান্ত
ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) ইস্যুতে কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শিগগিরই এ সংক্রান্ত এক আনুষ্ঠানিক নির্দেশনা জারি করবে এনবিআর। আজ রোববার (১৬ নভেম্বর) এনবিআরের জনসংযোগ কমকতা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছে।
দেশের বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে গত ১ জানুয়ারি থেকে এনবিআর কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম নামে এক স্বয়ংক্রিয় সফটওয়্যার চালু করেছে জানিয়ে আল আমিন শেখ বলেন, বর্তমানে এনবিআরের অধীনস্থ তিনটি কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে এই সফটয়্যারের ২৪টি মডিউল ব্যবহার করে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে সেবা প্রদান করা হচ্ছে।
বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির জন্য শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অনুমোদিত সহগ অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস বন্ড কমিশনারেট থেকে ইউটিলাইজেশন পারমিশন গ্রহণ করে থাকে। সিবিএমএসের ইউপি মডিউল চালু হলেও এখনও বেশিরভাগ প্রতিষ্ঠানই ম্যানুয়াল পদ্ধতিতে ইউপি নিচ্ছে, মাত্র অল্প কিছু প্রতিষ্ঠান অনলাইনে এই সেবা নিচ্ছে। সফটওয়্যারটির ব্যবহার বাধ্যতামূলক না হওয়ায় গত ১০ মাসেও এর ব্যবহার কাঙ্খিত মাত্রায় পৌঁছায়নি। সিবিএমএস সিস্টেমটি ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে সিস্টেমটিতে প্রয়োজনীয় উন্নয়ন ও সংশোধন করে আরও ব্যবহারবান্ধব করা হয়েছে।
বন্ডেড প্রতিষ্ঠানগুলোকে দ্রুত ও স্বচ্ছ সেবা প্রদানের লক্ষ্যে সিবিএমএসের ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়ে আজ এনবিআরের আয়োজিত ‘মিট দ্য বিজনেস’শীর্ষক আলোচনায় গার্মেন্টস, নিটওয়্যার, এক্সেসরিজ, টেক্সটাইল ও লেদারগুডস খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিজিএপিএমইএ, বিটিএমএ ও এলএফএমইএবির প্রতিনিধিরা একমত হন। আলোচনায় অতি দ্রুততার সাথে, সম্ভব হলে আগামী ১ ডিসেম্বর ইউপি ইস্যু সংক্রান্ত সকল সেবা গ্রহণ ও প্রদানের জন্য সিবিএমএস সফটওয়্যারের ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাবনা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এনবিআর শিগগিরই এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক নির্দেশনা জারি করবে।
সিবিএমএস বাধ্যতামূলক হওয়ার সুবিধাসমূহ এনবিআরের সেবা প্রদান প্রক্রিয়ায় দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে; বন্ডেড প্রতিষ্ঠানগুলোর জন্য সেবা প্রাপ্তি হবে আরও সহজ, সময়সাশ্রয়ী ও ব্যয়সাশ্রয়ী হবে; কাঁচামালের ইন-পুট ও আউট-পুটের তথ্য সফটওয়্যারে এন্ট্রি করায় হিসাব রক্ষণ স্বয়ংক্রিয় ও স্বচ্ছ হবে; বন্ড কমিশনারেটে ম্যানুয়ালি দলিলপত্র জমা দেওয়ার জটিলতা দূর হবে এবং বন্ড সংক্রান্ত বিভিন্ন বিবাদের পরিমাণ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।
বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি ও দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার লক্ষ্যে বন্ডেড ওয়্যারহাউসিং ব্যবস্থাপনা সংক্রান্ত অটোমেটেড সিবিএমএস সিস্টেমের ব্যবহার বাধ্যতামূলক করায় এনবিআরের ডিজিটালাইজেশন কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত সকল কার্যক্রম ধীরে ধীরে পূর্ণ অটোমেশনের আওতায় আনার এনবিআরের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক