সঞ্চয়পত্র বিক্রিসহ পাঁচ সেবা দেবে না বাংলাদেশ ব্যাংক
সঞ্চয়পত্র, প্রাইজবন্ড বিক্রিসহ পাঁচ ধরনের সেবা বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। অন্য তিন সেবার মধ্যে রয়েছে— গ্রাহক পর্যায়ে ছেঁড়া-ফাটা নোট বদল, সরকারি চালান সংক্রান্ত সেবা এবং চালান সংক্রান্ত ভাংতি টাকা দেওয়া। আজ সোমবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এই সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের মাতঝিল অফিস প্রাথমিকভাবে সঞ্চয়পত্র, প্রাইজবন্ড বিক্রি আগামী ২০ নভেম্বর থেকে বন্ধ করে দেবে। অন্য তিন সেবা চলতি মাসের মধ্যেই বন্ধ হবে। একইসঙ্গে পর্যায়ক্রমে ঢাকার বাইরে ব্যাংকটির অন্যান্য বিভাগীয় অফিসে এসব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতে অবশ্য এসব সেবা পাবেন গ্রাহকরা। বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে এসব সেবা দেয়, তা নিশ্চিত করতে তদারকি বাড়ানো হবে। গ্রাহকদের এসব বিষয়ে অবহিত করতে শিগগিরই প্রচারণা চালানো হবে। অর্থ মন্ত্রণালয়কে ইতোমধ্যে এসব সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, গভর্নর ড. আহসান এইচ মনসুর গত ২২ জুন মতিঝিল অফিসের ক্যাশ বিভাগ সরেজমিনে পরিদর্শন করেন। ক্যাশ বিভাগ আধুনিকায়নে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সেবিষয়ে দিকনির্দেশনা দেন। পরে একটি কমিটি গঠন করে বাংলাদেশ ব্যাংক। কমিটির সুপারিশে এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর আগে গত ১৮ আগস্ট ও ২২ সেপ্টেম্বর করণীয় নির্ধারণে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। এর আগে দুজন গভর্নর গ্রাহক সংশ্লিষ্ট সব ধরনের সেবা বন্ধের উদ্যোগ নিয়েছিলেন। তবে ওই সময়ের প্রেক্ষাপটে শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করা যায়নি।

নিজস্ব প্রতিবেদক