মুন্সীগঞ্জে প্রান্তিক গ্রাহকদের আইএফআইসি ব্যাংকের ঋণ বিতরণ
আইএফআইসি ব্যাংকের আয়োজনে মুন্সীগঞ্জে প্রান্তিক গ্রাহকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় মুন্সীগঞ্জে ১০/৫০/১০০ টাকার হিসাবধারী প্রান্তিক/ভূমিহীন কৃষক, নিম্নআয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিম-এর আওতায় প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জ সদরের একটি মিলনায়তনে সম্প্রতি (২১ নভেম্বর) ৩২টি তফসিলি ব্যাংকের সমন্বয়ে এ ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ আয়োজনে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে আইএফআইসি ব্যাংক।
আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজী মুতমাইন্না তাহমিদা, অতিরিক্ত পরিচালক, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক। বিশেষ অতিথি ছিলেন তানিয়া ভূঁইয়া, উপপরিচালক, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক এবং মো. মাহফুজুর রহমান, উপব্যবস্থাপক, বিসিক অফিস, মুন্সীগঞ্জ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২৭ জন ঋণগ্রহীতার মাঝে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণ করা হয়। এ সময় ৩২টি ব্যাংকের প্রতিনিধি কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক