সম্মিলিত ইসলামী ব্যাংকের লাইসেন্স হস্তান্তর
নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির লাইসেন্স হস্তান্তর করা হয়েছে।
গতকাল রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের এক সভায় নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির লাইসেন্স অনুমোদন দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আজ সোমবার (১ ডিসেম্বর) নবগঠিত ব্যাংকের লাইসেন্স গ্রহণের জন্য অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের পক্ষে অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস এবং যুগ্ম সচিব শেখ ফরিদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, গভর্নর অফিস এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের লাইসেন্সিং শাখার কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক বায়েজিদ সরকার প্রতিনিধিদের কাছে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের লাইসেন্স হস্তান্তর করেন।

নিজস্ব প্রতিবেদক