ফিল্ড মিল্ক পাউডার আমদানিতে শুল্ক কমলে কী প্রভাব পড়বে

বাজেট উপস্থাপনার মাসখানেক আগে সিলেটে আয়োজিত একটি বেসরকারি টেলিভিশনের বাজেট সংক্রান্ত অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, দেশের দুগ্ধশিল্প নিয়ে সরকারের যে পরিকল্পনা রয়েছে, তাতে বছর দু-এক পর আর গুঁড়া দুধ আমদানি করতে হবে না। দেশের দুগ্ধশিল্পকে রক্ষা করতে গুঁড়া দুধ আমদানির ওপর শুল্ক বাড়ানোর কথা ভাবছেন বলেও জানান তিনি।কিন্তু সংসদে দেওয়া বাজেট প্রস্তাবনায় একেবারেই উল্টোপথে হাঁটলেন...