অডিও ফাঁসের পর এবার ইবি উপাচার্যের পিএসকে অব্যাহতি

Looks like you've blocked notifications!
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও উপাচার্যের অব্যাহতিপ্রাপ্ত পিএস আইয়ুব আলী। ছবি : এনটিভি

অডিও ফাঁসের পর এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আইয়ুব আলীকে ইবি উপাচার্যের ব্যক্তিগত সচিব (পিএস) পদ থেকে অব্যাহতি দেওয়া হয়ছে।

আইয়ুব আলী নিজেই অব্যাহতির এ তথ্য নিশ্চিত করে বলেন- ‘এখনো হাতে চিঠি পাইনি। তবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমাকে খবরটি জানিয়েছেন।’

পিএস থেকে অব্যাহতি পেলেও আইয়ুব উপাচার্য কার্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত থাকছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান জানান, ২২শে ফেব্রুয়ারি উপাচার্যের নির্দেশে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে কি কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উপাচার্য স্যার এ বিষয়ে কোনো কারণ উল্লেখ করেননি।’

এ বিষয়ে আইয়ুব আলী বলেন, ‘অডিও ফাঁসের ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। উপাচার্য মহোদয়ের অপসারণ দাবিতে যারা আন্দোলন করছেন, সেই অস্থায়ী চাকরিজীবী পরিষদের নেতারা আমাকে সরিয়ে দিতে বলেছেন। তাদের ধারণা আমি ফাইল প্রসেস না করায় তাদের চাকরি স্থায়ী হচ্ছে না।’

এ নিয়ে গত বছরের ১৭ সেপ্টেম্বর উপাচার্যের পিএস আইয়ুব আলীর বিরুদ্ধে আন্দোলন করে লাঞ্ছিত করেন অস্থায়ী চাকরিজীবী পরিষদের নেতারা। তখন উপাচার্য কার্যালয় ভাঙচুরের অভিযোগ এনে মামলা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তখনো আইয়ুবকে পিএস পদ থেকে সরানো হয়নি। অডিও ফাঁস ঘটনার পর আবারও ভিসি বিরোধী আন্দোলন শুরু হলে তাঁকে অব্যাহতি দেওয়া হলো।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাপ্তাহিক বন্ধের দিন বৃহস্পতিবার সকালে তাঁর বাসভবন ত্যাগ করেছেন বলে জানা গেছে। অফিস সূত্রে জানা গেছে তিনি লম্বা ছুটিতে থাকবেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামের কণ্ঠের মতো কথোপকথনের কয়েকটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়। কথোপকথনের ক্লিপগুলোতে এক চাকরিপ্রার্থীকে শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিতের কারণ ব্যাখ্যা ও পরবর্তী নিয়োগ বোর্ড অনুষ্ঠিত করার আশ্বাস দেন উপাচার্যের (ভিসি) কণ্ঠসদৃশ ওই ব্যক্তি।