অনলাইনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এমবিএ কোর্স

উচ্চতর ডিগ্রি গ্রহণ করে নিজেকে দক্ষ গড়ে তোলার ইচ্ছা সবারই। কিন্তু মহামারি করোনাভাইরাসের প্রকোপে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেকেরই থমকে আছে উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ। তবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দিচ্ছে দুই বছর মেয়াদি অনলাইনভিত্তিক বিভিন্ন বিষয়ে এমবিএ কোর্সের সুযোগ। আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীরা বাসায় বসে সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন।
কোর্সের নাম
ব্যবস্থাপনা, মানবসম্পদ ব্যবস্থাপনা, বিপণন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও হিসাববিজ্ঞান।
শিক্ষাগত যোগ্যতা
মানবিক, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষাসহ যেকোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীরা এমবিএ (বাংলা) প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সিজিপিএ ২.৭৫ প্রাপ্ত বিবিএ ডিগ্রিধারী শিক্ষার্থীরা সরাসরি এমবিএ তৃতীয় সেমিস্টারে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। অন্য বিষয়ে ডিগ্রিধারীদের ক্ষেত্রে ন্যূনতম ৮ পয়েন্ট থাকতে হবে। সে ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় ন্যূনতম দুই নম্বর পেতে হবে। শিক্ষার্থীর কম্পিউটার থাকা আবশ্যক।
আবেদন প্রক্রিয়া
সরাসরি অথবা অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করা যাবে (OSAPS.BOU.EDU.BD) এই ঠিকানায়।
আবেদন ফি
৫০০/- টাকা।
অবেদনের শেষ তারিখ
১৪ অক্টোবর, ২০২০।
সূত্র : www.bou.edu.bd ওয়েবসাইট।
বিস্তারিত :