আইডিয়া ফ্রাইডে মিলের ৫০তম সপ্তাহ : সুবিধাবঞ্চিতদের তৃপ্তির ঢেকুর

Looks like you've blocked notifications!
আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে সুবিধাবঞ্চিতদের জন্য আইডিয়া ফাইডে মিল। ছবি : সংগৃহীত

আজ থেকে ৫০ সপ্তাহ আগে সুবিধাবঞ্চিতদের অন্তত কয়েকজনকে তৃপ্তি সহকারে খেতে দিতে মেতে ওঠেন একদল শিক্ষার্থী। তাঁরা সবাই আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার সদস্য। পরে বাড়তে থাকে পরিধি। যুক্ত হন সুহৃদ, বন্ধু, সাধারণ মানুষ। খোলা হয় প্রকল্প। নাম দেওয়া হয় ‘আইডিয়া ফ্রাইডে মিল।’ আজ শুক্রবার ছিল তার ৫০তম সপ্তাহ। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, যশোর, খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন জেলায় একযোগে নেওয়া হয় কর্মসূচি। জুমার নামাজের পর প্রায় দুই হাজার সুবিধাবঞ্চিতদের দেওয়া হয় সুস্বাদু ও মানসম্পন্ন খাবার। সেই খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তোলেন তাঁরা। ঠোঁটে ফুটে ওঠে আনন্দের হাসি।

যশোর জেলা সদরের খড়কী এলাকায় অবস্থিত আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। আইডিয়ার আরেকটি প্লাটফর্ম বাংলাদেশ শিক্ষার্থী ও উদ্যোক্তা গ্রুপ (উইনি) আজকের এই কর্মসূচি বাস্তবায়ন করে।

উইনির নির্বাহী প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যন্ড ফটোগ্রাফি (টিএফপি) বিভাগের শিক্ষার্থী মল্লিকা আফরোজ বলেন, ‘আজ সংস্থাটির আয়োজনে আইডিয়া ফ্রাইডে মিলের ৫০তম সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, যশোর, খুলনা, কুষ্টিয়া, চট্টগ্রাম, রাজশাহী, টাঙ্গাইল ও খাগড়াছড়িসহ দেশের আরও কয়েকটি জেলায় খাদ্য বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়। উইনি গ্রুপের মাধ্যমে এবারের কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। সুবিধাবঞ্চিতদের মুখে একবেলা সুস্বাদু ও মানসম্পন্ন খাবার তুলে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। তাদের মুখে হাসি দেখতে পেলে ভালো লাগা কাজ করে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে আয়োজিত আইডয়া ফাইডে মিল পেয়ে সুবিধাবঞ্চিরা বলেন, ‘ছাত্রছাত্রীদের এমন কাজে আমরা খুশি।’ তাদের নাম না লেখার জন্য গণমাধ্যমকে অনুরোধ জানায় আইডিয়ার স্বেচ্ছাসেবকরা। এসময় অনেকের চোখে আনন্দের অশ্রু, অনেকের ঠোঁটে হাসির দেখা মেলে।

আইডিয়া ফ্রাইডে মিলের সমন্বয়ক ও আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সাবেক সভাপতি শাহরিয়ার ইয়াসমিন মীম মুঠোফোনে এনটিভি অনলাইনকে বলেন, ‘প্রতি শুক্রবার আইডিয়ার স্বেচ্ছাসেবীরা দুপুরে খাবার পৌঁছে দেন সুবিধাবঞ্চিতদের কাছে। একাধারে ৫০তম সপ্তাহ শেষ হলো আজ। আলহামদুলিল্লাহ, প্রতি শুক্রবার এই সময়ে দরিদ্রদের মুখে একটু হাসি ফোটাতে আমাদের এই প্রচেষ্টায় অনেকেই যুক্ত হচ্ছেন। তাঁরা সুবিধাবঞ্চিতদের জন্য শুক্রবার খাবার বিতরণের মধ্য দিয়ে তাঁদের সন্তান ও স্বজনদের জন্মদিন পালন করেন। অনেকে প্রিয়জনের মৃত্যুবার্ষিকীতেও এই প্রকল্পে যুক্ত হয়েছেন। এই প্রকল্প পরিচালনার জন্য ৩৫ শতাংশ অর্থ সুবিধা আসে শিক্ষার্থীদের পরিচালিত আইডিয়ার আরেকটি বিভাগ আইডিয়া পিঠা পার্কের লভ্যাংশ থেকে।’

আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা যশোর মাইকেল মধুসূদন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. হামিদুল হক শাহীন এনটিভি অনলাইনকে মুঠোফোনে বলেন, ‘প্রথমে অল্প পরিসরে শুরু হলেও দিন দিন পরিসর বাড়ছে। এর সঙ্গে যোগ হয়েছেন সুহৃদ, বন্ধু পরিজন। তাদের সহায়তায় সুবিধাবঞ্চিতদের সপ্তাহে অন্তত একদিন ভালো, মানসম্পন্ন ও সুস্বাদু খাবারের ব্যবস্থা করতে পেরে আমরা সবাই আনন্দিত।’