আন্দোলনে নামছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস সহকারীরা

Looks like you've blocked notifications!
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের নীলফামারী জেলা কমিটি আজ বৃহস্পতিবার মতবিনিময় সভার আয়োজন করে। ছবি : এনটিভি

ঈদের পর আন্দোলনে যাচ্ছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস সহকারীরা। পাঁচ দফা দাবি বাস্তবায়নে তাঁরা বেশ কিছু পরিকল্পনা নিয়েছেন। 

আজ বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় সে বিষয়ে আলোচনা করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের নীলফামারী জেলা কমিটি। জেলার ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির নীলফামারী জেলা সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মশিউর রহমান। সভায় অফিস সহকারীদের গ্রেড উন্নীতকরণ, পদের নাম পরিবর্তন, বিদ্যালয় পরিচালনা কমিটিতে প্রতিনিধি রাখা, পদোন্নতির ব্যবস্থা ও সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি তোলা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, সদর উপজেলা সভাপতি আশরাফুল আলম, জলঢাকা উপজেলা সভাপতি মোজাফ্ফর হোসেন প্রমুখ।

আব্দুল বারেক জানান, আমাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নে ঈদের পরে আন্দোলন কর্মসূচি জোড়দার করা হবে। সে লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বারেক বলেন, ‘প্রথমে শিক্ষামন্ত্রীর কাছে আমরা দাবিগুলো তুলে ধরব। এতে সফলতা এলে ভালো, না হলে প্রধানমন্ত্রীর কাছে দাবি তুলে ধরব।’