এইচএসসির প্রথম দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৯৬৭

Looks like you've blocked notifications!
মাধ‌্যমিক ও উচ্চ মাধ‌্যমিক শিক্ষা বো‌র্ড, ব‌রিশাল। ছবি : সংগৃহীত

উচ্চমাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) প্রথম দিন আজ রোববার ছিল বাংলা (আবশ্যিক) প্রথম পত্র। এদিন ব‌রিশাল মাধ‌্যমিক ও উচ্চমাধ‌্যমিক শিক্ষা বো‌র্ডে অনুপস্থিত ছিল ৯৬৭ পরীক্ষার্থী। সেই সঙ্গে অসদুপায় অবলম্বন করায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার গাইন। তিনি জানান, বিভাগের ছয় জেলায় ১২৫টি পরীক্ষাকেন্দ্রে আজ মোট ৬১ হাজার ১৩৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। তবে, এর মধ্যে অংশগ্রহণ করেছে ৬০ হাজার ১৬৬ জন। ফলে অনুপস্থিতির সংখ্যা ৯৬৭। আর শতকরা হিসেবে এর হার এক দশমিক ৫৮। 

বোর্ড সূত্রে জানা গেছে, সর্বোচ্চ অনুপস্থিতি বরিশাল জেলায়। সেখানে ২৯৩ জন পরীক্ষায় অংশ নেয়নি। এরপর পটুয়াখালীতে ১৯২ জন, ভোলায় ১৫৮ জন, পিরোজপুরে ১২০ জন, বরগুনায় ১০৭ জন ও ঝালকাঠিতে ৯৭ জন অনুপস্থিত ছিল। 

অপরদিকে, বিভাগের মধ্যে পিরোজপুর জেলায় একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়।