এসএসসি পরীক্ষার ফল ৩০ নভেম্বরের মধ্যে

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি।

আগামী ২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে যেকোনো দিন এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে এই তিন দিনের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি তপন কুমার সরকার। 

আজ বৃহস্পতিবার তপন কুমার জানান, উল্লেখিত তিন দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দিতে পারবেন, সেদিন ফল প্রকাশ করা হবে। কারণ সাধারণত প্রতি বছর প্রধানমন্ত্রী পাবলিক পরীক্ষার ফল প্রকাশের কাজটি উদ্বোধন করেন।

গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরিক্ষায় মোট ২০ লাখ পরীক্ষার্থী অংশ নেয়।