চবিতে ছাত্রলীগের দুইপক্ষের ফের সংঘর্ষ, সহকারী প্রক্টর আহত

Looks like you've blocked notifications!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি : এনটিভি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ হয়েছে। এতে সহকারী প্রক্টরসহ দুইপক্ষের আটজন নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল শুক্রবার (৬ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী হলের সামনের সড়কে সিক্সটি নাইন ও ভার্সিটি এক্সপ্রেস গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে চলে রাত ১টা পর্যন্ত। এর আগে বৃহস্পতিবার রাতে এই দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়।  

জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী হলের সামনের সড়কে সিক্সটি নাইন ও ভার্সিটি এক্সপ্রেস গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে কর্মরত ডা. খোন্দকার মো. আতাউল গণি বলেন, ‘সংঘর্ষের আহত সহকারী প্রক্টর শহীদুল ইসলামের চোখের পাশে ইটের আঘাত লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া আহত কয়েকজন চিকিৎসা নিয়েছে। একজনের মাথায় জখম হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

ভার্সিটি এক্সপ্রেস গ্রুপের নেতা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি প্রদীপ চক্রবর্তী বলেন, ‘সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা তাদের ওপর ইটপাটকেল ছুঁড়েছে। পাল্টা জবাব দিয়ে তাদের প্রতিহত করা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে চবি প্রক্টর রবিউল ভূঁইয়া বলেন, ‘রাতে দুই পক্ষের ঝামেলা হয়েছিল। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে। দুই পক্ষের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা চলছে।’