চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না-ও হতে পারে : প্রতিমন্ত্রী

Looks like you've blocked notifications!
আজ সচিবালয়ের সম্মেলন কক্ষে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। ছবি : এনটিভি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ‘চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না-ও হতে পারে।’ ধীরে ধীরে নতুন কারিকুলাম বাস্তবায়নে প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষা তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

সচিবালয়ে নিজ দপ্তরে আজ বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে সরকারের পদক্ষেপ জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কারিকুলামে প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষা তুলে দিয়ে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে তোলার সুপারিশ করা হয়েছে। আমরা এ সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। তবে, সমাপনী পরীক্ষা না নেওয়ার বিষয়টি অন্তত দুই থেকে তিন মাস আগে জানিয়ে দেওয়া হবে।’

করোনা মহামারির কারণে এ বছর অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া হবে না বলে আগেই জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সমাপনী পরীক্ষা একেবারেই বাতিল করার চিন্তা-ভাবনা করছেন কিনা, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ‘আমাদের নতুন যে কারিকুলাম আছে, সেখানে এ পরীক্ষাটা নেই। আমরা শিক্ষাবিদসহ সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রায় দুই বছর স্কুল বন্ধ ছিল। আমরা শিখন ঘাটতি পূরণে আরেকটু সময় নিই। ঘাটতি পূরণ করে তারপর সিদ্ধান্ত জানাব। সমাপনী পরীক্ষা নভেম্বরের দিকে হয়, আমরা দুই থেকে তিন মাস আগে জানাব।’

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।