ছাত্রীদের আন্দোলনের মুখে ইবির হল প্রভোস্টের পদত্যাগ

Looks like you've blocked notifications!
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. নিলুফা আক্তার বানুর পদত্যাগের দাবিতে রোববার রাতে বিক্ষোভ করেন ছাত্রীরা। ছবি : এনটিভি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. নিলুফা আক্তার বানু পদত্যাগ করেছেন। গতকাল সোমবার দুপুরে তিনি পদত্যাগের জন্য আবেদন করেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আতাউর রহমান আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন।

মো. আতাউর রহমান বলেন, ‘পদত্যাগের আবেদনপত্র পেয়েছি। আবেদনে প্রভোস্ট তাঁর পারিবারিক কারণ দেখিয়েছেন। এ বিষয়ে উপাচার্য ক্যাম্পাসে ফিরে সিদ্ধান্ত জানাবেন।’

এর আগে গত রোববার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত নিলুফা আক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন ছাত্রীরা। ছাত্রীদের অভিযোগ, আবাসিক হলের এক ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নিতে সময়মতো প্রভোস্টের সহযোগিতা মেলেনি। এ ছাড়াও হলের ডাইনিংয়ের খাবার দিন দিন খারাপ হচ্ছে। এসব বিষয়ে তাঁকে জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। উল্টো ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নিলুফা আক্তার।

এ নিয়ে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শীর্ষ কর্মকর্তা বৈঠকও করেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন ভূঁইয়া জানান, প্রভোস্ট পদত্যাগের আবেদন করায় ওই হলের জ্যেষ্ঠ হাউস টিউটর রেজাউল করিমকে কো–অর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ছাত্রীদের অন্যান্য সমস্যাগুলো বিশেষ করে, ডাইনিংয়ে খাবারের বিষয়ে নজর রাখা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরেজমিনে খাবারের মান দেখবে। ছাত্রীদের শিক্ষার পরিবেশসহ আবাসস্থলের পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।